১১০ মিলিয়ন ডলারের সহায়তা পেল ফুডপান্ডা


প্রকাশিত: ০৮:১৬ এএম, ২২ মার্চ ২০১৫

অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা ১১০ মিলিয়ন ডলারের সহায়তা তহবিল পেয়েছে। ফুডপান্ডা এ তহবিল পেয়েছে রকেট ইন্টারনেট গ্রুপ থেকে।

২০১২ সালে যাত্রা শুরুর পর থেকে ফুডপান্ডা এ পর্যন্ত ২০০ ডলারেরও বেশি তহবিল পেয়েছে। ফুডপান্ডা তাদের এ নতুন তহবিল নতুন প্রযুক্তি সংযোজন এবং গ্রাহকদের উন্নতমানের সেবাদানের কাজে ব্যয় করবে।
 
ফুডপান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাফ ওয়েনজেল বলেন, গত কয়েকমাস ধরে বিশ্বজুড়ে অনলাইনে খাবার সরবরাহে নেতৃত্ব দিচ্ছে ফুডপান্ডা। নতুন তহবিল দিয়ে আমরা আমাদের অবস্থানকে সুদৃঢ় করার চেষ্টা করব এবং আরো দ্রুত কিভাবে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেয়া যায় সে দিকে নজর দিবো।

উল্লেখ্য, ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশের ঢাকা, সিলেট ও চট্টগ্রামে সেবা দিচ্ছে ফুডপান্ডা।

এএ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।