সরকারের চলতি মেয়াদেই হাইটেক পার্কের পূর্ণাঙ্গ কাঠামো

বর্তমান সরকারের চলতি মেয়াদেই অর্থাৎ আগামী চার বছরের মধ্যেই হাইটেক পার্কের অবকাঠামো একটি পূর্ণাঙ্গ কাঠামো হিসেবে দাঁড়িয়ে যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন সাপোর্ট-২ ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্কের আন্তঃব্লক সংযোগকারী অভ্যন্তরীণ রাস্তা এবং সড়কবাতি নির্মাণকাজ উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী জানান, ৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেললাইন স্থাপন করা হবে হাইটেক পার্কে। তিনি আরও জানান, হাইটেক পার্ক স্থাপন হলে দেশের ৭০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সৃষ্টি হবে।
উল্লেখ্য, ২৭ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার বিশিষ্ট পার্কের আন্তঃব্লক সংযোগকারী অভ্যন্তরীণ রাস্তাটি নির্মাণ করা হয়। এছাড়া হাইটেক পার্কের সড়কবাতি নির্মাণের জন্য এক কোটি ৯৩ লাখ টাকা মূল্যে ইনজেন টেকনোলজিকে কাজ দেয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ (এমপি)। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ এবং কালিয়কৈর উপজেরা চেয়াম্যান রেজাউল করিম রাসেল।
এআরএস/বিএ/আরআইপি