টেলিটককে এগিয়ে নিতে যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ

ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য উন্নত, শক্তিশালী ও টেকসই টেলিকম অবকাঠামো গঠন ও টেলিটককে দেশের শীর্ষ অবস্থানে এগিয়ে নেয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়। বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
সভায় ২০০৯ সাল থেকে বর্তমান সরকারের ধারাবাহিক দুই মেয়াদে গৃহীত যুগান্তকারী পরিকল্পনসমূহ বাস্তবায়নে সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ প্রেক্ষিতে বিগত সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
এছাড়া সভায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এবং টেলিটককে জাতীয় স্বার্থ সমুন্নত রাখার চেতনায় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে বলা হয়েছে।
কারিগরি ও অন্যান্য দিক সম্পর্কে সিএমএস প্রক্রিয়ায় ক্রয় আইন সঠিকভাবে অনুসৃত না হওয়ায় ইতোপূর্বে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা ও গৃহীত সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য জটিলতা নিরসনে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদনকৃত দরপত্র প্রক্রিয়া বাতিল করার বিষয়ে কমিটিকে অবহিত করা হয় সভায়।
এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত পরিস্থিতি মূল্যায়ন, উত্তম ও উপয্ক্তু স্পেসিফিকেশন, কস্ট এন্ড বেনিফিট বিশ্লেষণ, উপযোগিতা ইত্যাদি সকল দিক বিচার-বিশ্লেষণ করে বাস্তবসম্মত আনুমানিক প্রাক্কলন ব্যয় নির্ণয় করে নতুনভাবে সিএমএস সার্ভিস ক্রয় ও স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সভাকে অবহিত করা হয়।
এছাড়া সভায় বিটিআরসি ও বিটিসিএল, প্রতিটি মোবাইল অপারেটর, এনটিটিএন, আইএসপিসহ অডিটের ক্ষেত্রে টেক্নিক্যাল অডিট টিম বা সিস্টেম অডিটর নিয়োগের চলমান প্রক্রিয়া, স্যাটেলাইট কার্যক্রম, টাওয়ার নির্মাণ ও হাইটেক পার্কের সর্বশেষ অবস্থা, টেলিটকের বাণিজ্যিক পরিকল্পনা, দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়া ইত্যাদি সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন ও আলোচনা করা হয়।
কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শরীফ আহমেদ এবং কাজী ফিরোজ রশীদ সভায় অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবদ্বয় এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আরএস/আরআইপি