ফোরজির লাইসেন্স ফি ১৫ কোটি টাকা


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

দেশে শিগগিরই চালু হতে যাচ্ছে ফোরজি। নতুন একটি মোবাইল ফোন অপারেটর আসার সুযোগ রেখে ফোরজি নীতিমালা অনুমোদনের জন্য চূড়ান্ত করেছে বিটিআরসি। সব মিলে কয়েক মাসের মধ্যে ফোরজি সেবা দিতে পারবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নীতিমালায় ফোরজির লাইসেন্স ফি ১৫ কোটি টাকা বলা হয়েছে। এছাড়া প্রতি বছরের ফিও আছে। নীতিমালাটি কয়েক দিনের মধ্যে পাঠানো হবে সরকারের অনুমোদনের জন্য। এর পরপরই শুরু হবে লাইসেন্স দেয়ার প্রক্রিয়া।

সূত্র বলছে, আগে লাইসেন্স পরে তরঙ্গের নিলাম। এজন্য আরেকটি নীতিমালা করা হবে। আর সেটি তৈরির কাজ এখন চলছে। এতে তরঙ্গ নিরপেক্ষতা দেয়া হবে। তবে ফি লাগবে।

সব মিলে ফোরজি সেবা আসতে কয়েক মাস লাগতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ‘সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি ও পর্যালোচনা’ শীর্ষক সভায় দেশে যে কোনো মূল্যে ২০১৭ সালের মধ্যেই ফোরজি চালু করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ওই মাসেই বিটিআরসির চেয়ারম্যান কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে কাজ শুরু করতে নির্দেশনা দেন।

ওই সময় সব বিভাগকে তাদের প্রস্তাব দিতে বলা হয়। তারপর নিজেদের মধ্যে সমন্বয় করে মার্চে এক বৈঠকের মাধ্যমে নীতিমালার একটি কাঠামো চূড়ান্ত করা হয়। পরে সেটি বিটিআরসির শীর্ষ পর্যায়ে চূড়ান্ত করে সরকারের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে বিটিআরসির হাতে সব মিলে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৪০ মেগাহার্টজ স্পেক্ট্রাম রয়েছে। গত বছর নিলামের কথা থাকলেও কারিগরি জটিলতায় তা হয়নি। এ বছর সেসব জটিলতা কাটিয়ে উঠেছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

আরএম/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।