অবশেষে বাজারে এলো অ্যাপল ওয়াচ

বহুল আলোচিত অ্যাপল ওয়াচ বৈশ্বিক বাজারে এসেছে শুক্রবার। এটি একদিকে যেমন অ্যাপলের প্রথম পরিধেয় প্রযুক্তি পণ্য, অন্যদিকে টিম কুকেরও প্রথম নতুন ডিভাইস। ডিভাইসটি বেশকিছু ডিপার্টমেন্টাল স্টোরে এলেও অ্যাপল স্টোরে এখনো ছাড়া হয়নি। খবর ইকোনমিক টাইমস।
কয়েক মাসের প্রচারণা ও প্রায় দুই সপ্তাহের মতো প্রি-অর্ডারের সুযোগ দেয়ার পর বাজারে এল অ্যাপলের প্রথম পরিধেয় পণ্যটি। বার্লিনের দি করনার, লস অ্যাঞ্জেলেসের ম্যাক্সফিল্ড, লন্ডন ও টোকিওর ডোভার স্ট্রিট মার্কেটের মতো কিছু স্টোরে ডিভাইসটির বিক্রি শুরু হয়েছে। আর সরাসরি অ্যাপলের কাছ থেকে ডিভাইসটি পেতে হলে যোগাযোগ করতে হবে অনলাইনে। বিশ্লেষকদের মতে, অ্যাপল স্টোরে ডিভাইস বিক্রি শুরু না করায় এর জনপ্রিয়তা সম্পর্কে ধারণা পাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, প্রায় ৩৮ ধরনের অ্যাপল ওয়াচ বাজারে এনেছে মার্কিন প্রতিষ্ঠানটি। ডিভাইসটির সাধারণ সংস্করণের দাম পড়বে ৩৪৯ থেকে ১০ হাজার ডলারের মধ্যে। আর স্বর্ণখচিত সংস্করণের দাম পড়বে এর চেয়েও অনেক বেশি।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সরবরাহ সংকটে পড়তে পারে অ্যাপল। প্রি-অর্ডার শুরুর পর থেকে ডিভাইসটির চাহিদার দিকে লক্ষ্য রেখেই এ মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তবে প্রি-অর্ডারের ডিভাইসগুলো যত তাড়াতাড়ি সম্ভব গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হবে বলে অ্যাপল সূত্রে জানানো হয়।
এআরএস/এমএস