ট্যাব এক্সপোতে আসুসের আকর্ষণীয় অফার

রাজধানীতে চলা ‘সামার স্মার্টফোন ও ট্যাব এক্সপো- ২০১৭’ উপলক্ষে আকর্ষণীয় অফার দিচ্ছে আসুস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া এক্সপো উপলক্ষে আসুসের জেনফোনে দেওয়া হচ্ছে এসব অফার।
শনিবার পর্যন্ত চলা মেলায় পাওয়া যাচ্ছে আসুসের কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন। সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার ও মূল্যছাড়। মেলায় যেকোনো মডেলের আসুস জেনফোন কিনলেই পাওয়া যাবে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেটসহ পাঁচ তারকা হোটেলে তিন দিন ও দুই রাত অবকাশ যাপনের সুযোগ।
আসুস জেনফোন-৩ ম্যাক্স সিরিজে রয়েছে তিনটি মডেল। এই সিরিজের ফোনে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও শক্তিশালী ক্যামেরা। মেলায় জেনফোন ম্যাক্স সিরিজের যেকোনো ফোন কিনলেই থাকছে আকর্ষণীয় ব্যাক-প্যাক।
আসুস জেনফোন লাইভ সিরিজে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ১.৪ আলট্রা পিক্সেলের সেলফি ক্যামেরা এবং ২ গিগাবাইট র্যাম ও কোয়াডকোর প্রসেসর। মেলায় এ ফোনের সঙ্গে রয়েছে এক হাজার টাকার মূল্যছাড় ও এক্সক্লুসিভ গিফট বক্স।
এছাড়াও রয়েছে জেনফোন গো সিরিজ এবং ৪ গিগাইবাইট র্যামের আসুস জেনফোন ২। মেলায় বিশেষ মূল্যের এই দুই স্মার্টফোন কিনলেই রয়েছে আকর্ষণীয় উপহার। বিজ্ঞপ্তি।
এসআর/এমএস