উইন্ডোজ সেভেন বিক্রি বন্ধ করল মাইক্রোসফট

এক্স পি-র পর এবার উইন্ডোজ সেভেন? কিছুদিন আগেই উইন্ডোজ এক্সপির সমস্ত আপডেট বন্ধ করে দেওয়া হয়। এবার উইন্ডোজ সেভেন ও উইন্ডোজ ৮ সফটওয়্যার খুচরো বিক্রি বন্ধ করল মাইক্রোসফট।
অনেকদিন আগেই মাইক্রোসফট উইন্ডোজ সেভেন সফ্টওয়ার বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু অরজিনাল ইকিউপমেন্ট ম্যানুফ্যাকচার (OEMs) আর অনুমতি দিল না সেভেন ও এইট বিক্রি করার। এর থেকে স্পষ্ট যে, উইন্ডোজ ১০ নিয়ে যে বাজারে আগের থেকেই ঝড় উঠেছে, তার বাজার ধরতেই নয়া পদক্ষেপ মাইক্রোসফটের।
উইন্ডোজ সেভেন রক্ষণাবেক্ষন ২০১৫`র জানুয়ারির মধ্যেই শেষ করবে মাইক্রোসফট। আর এদিকে পরের বছর বাজারে আসছে উইন্ডোজ ১০। উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করণ ইতিমধ্যে দশ লক্ষ কাস্টমার ডাউনলোড করেছেন।