ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে টুইটার সেবা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০১ জুলাই ২০২১

আজ (১ জুলাই) সকাল থেকে বিশ্বজুড়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের সেবায় সমস্যা দেখা দিয়েছে। টুইটারে যে কোনো বিষয়ে সার্চ করলেই- সামথিং ওয়েন্ট রং বা কিপ লোডিং -এই বার্তা দেয়া হচ্ছিল যার অর্থ, কিছু সমস্যা হচ্ছে সাইটটি খুলতে, আবার চেষ্টা করুন।

আজ সকালে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, ইন্টারনেটে ঢুকে কারো কারো প্রোফাইল থেকে টুইট লোড করা যাচ্ছে না। সংস্থা দ্রুত এই সমস্যার মোকাবিলা করতে চাইছে। সকলকে ধন্যবাদ।

বিজ্ঞাপন

jagonews24

অন্য একটি টুইটে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন প্রোফাইলগুলোতে বেশিরভাগ টুইটই দেখা যাচ্ছে। যদিও টুইটারের অন্য ফিচারগুলো এখনই কাজ করতে নাও পারে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বদ্ধপরিকর। টুইটারের নিজস্ব টিম কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসেও টুইটার এ ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল। ২৪ ঘণ্টারও বেশি সময় লেগেছে সেই সমস্যার সমাধান করতে। ৪০ হাজারেরও বেশি রিপোর্ট হয়েছিল সেই সময়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

টুইটার কর্তৃপক্ষ আশা করছে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।