সিম্ফনি মোবাইলের সঙ্গে ‘একশপ’র চুক্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৪ আগস্ট ২০২১
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা

দেশের বড় একটি অংশ এখনও ডিজিটাল কমার্সের ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধা থেকে বঞ্চিত। তাদের যুক্ত করা হচ্ছে ই-কমার্স মার্কেট প্লেস ‘একশপে’। এ বিষয়ে সিম্ফনি মোবাইলের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে ‘একশপের’।

চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রান্তিক জনগোষ্ঠী মোবাইলের মাধ্যমে যাতে ই-কমার্সে পণ্য কেনাবেচা করতে পারেন। এছাড়া অনলাইন পেমেন্টের মাধ্যমে লেনদেন আরও সহজ করা এবং তা প্রচার করা।

বিজ্ঞাপন

২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় যাত্রা শুরু করে ‘একশপ’। এরপর ২০১৯ সালে আইসিটি ডিভিশনের কমার্শিয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

‘একশপে’ মূলত দুই ধরনের সেবা দেয়া হয়। প্রথমত, গ্রামের সাধারণ জনগণ কোনো পণ্য কিনতে চাইলে ‘একশপের’ মাধ্যমে কিনতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র ও হস্তশিল্প পণ্যগুলো উদ্যোক্তাদের কাছ থেকে নিয়ে শহরে বিক্রি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।