মেইলে স্বাক্ষর যুক্ত করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৮ নভেম্বর ২০২২

মেইল এখন শুধু অফিসিয়াল কাজেই নয়, ব্যবক্তিগত বার্তা আদান-প্রদানেও ব্যবহার করা হয়। নিরাপদ এবং দ্রুত বার্তা, ছবি বা ফাইল আদান-প্রদানের ফলে বেশ জনপ্রিয় মাধ্যমটি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কারো কাছেই আপনি ঘরে বসেই মেইল করতে পারবেন।

তবে আপনার মেইলটিকে আরও পেশাদার করে তুলতে সঙ্গে স্বাক্ষর যুক্ত করতে পারেন। জেনে নিন সহজে কীভাবে ই-মেইলের সঙ্গে স্বাক্ষর যুক্ত করতে পারবেন।

বিজ্ঞাপন

অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে হলে-

>>প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জি-মেইল অ্যাপ খুলুল।
>> উপরের বাম দিকের মেন্যু অপশনে গিয়ে সেটিংসে যান।
>> এবার যে গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিগনেচার করতে চান, সেটা বেছে নিন।
>> মোবাইল সিগনেচার অপশন ট্যাপ করুন এবং সিগনেচার বসিয়ে ‘ওকে’-তে ক্লিক করলেই কাজ শেষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করতে চাইলে-
>> প্রথমে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে জি-মেইল খুলন।
>> উপরের ডান দিকে সেটিংসে ক্লিক করে সিগনেচার সেকশন বেছে নিন।
>> একটি বক্স পাবেন। সেখানে সিগনেচার বা স্বাক্ষর করতে হবে। এখানে চাইলে ছবিও যোগ করে দিতে পারবেন। পছন্দমতো ফন্টের ডিজাইন ও বার্তা ফরম্যাট করে দেওয়া যায়।
>> সব কাজ হয়ে গেলে ‘সেভ চেঞ্জেস’-এ ক্লিক করুন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: গুগল ডটকম

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।