আন্তর্জাতিক কলে বেসরকারি অপারেটররা এগিয়ে
আন্তর্জাতিক কলে সরকারের আয় কমেছে দৈনিক প্রায় আড়াই কোটি টাকা (৩৩.৬০ শতাংশ)। অন্যদিকে বেসরকারি অপারেটরদের আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি (৬৩ শতাংশ)৷
সরকার এ হিসেবে বছরে হাজার কোটি টাকা লোকসান গুনছে৷বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য থেকে এমন তুলনামূলক চিত্র পাওয়া গেছে।
এ বিষয়ে টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞ মার্গুব মোরশেদ জাগো নিউজকে বলেন, ব্যবসায়ীদের আয় বৃদ্ধিতে সরকারি বিভিন্ন সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে৷ কলরেট কমিয়ে ও প্রভাবালি আইজিডব্লিউগুলোর গঠিত জোটের অনুমোদন দিয়ে সরকার অপারেটরদেরকে আন্তর্জাতিক কল টার্মিনেশন ব্যবসা কুক্ষিগত করতে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে৷
এই ভারসাম্যহীনতার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেন তিনি।
আরএম/বিএ