প্রথম নমনীয় স্মার্টফোন


প্রকাশিত: ০৫:১০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

সময়ের তাগিদেই স্মার্টফোনসহ অন্যান্য স্মার্ট প্রযুক্তি পণ্য ছাড়া চলা যেন কঠিনই হয়ে পড়েছে। ফলে আবিষ্কার হচ্ছে নিত্যনতুন সব প্রযুক্তি পণ্যের। এরই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে নমনীয় স্মার্টফোন। `রিফ্লেক্স` নামে এই ডিভাইসকে বিশ্বের প্রথম নমনীয় স্মার্টফোন বলে দাবী সংশ্লিষ্টদের। কানাডার কুইনস বিশ্ববিদ্যালয়ের হিউম্যান মিডিয়া ল্যাবের একদল বিজ্ঞানী এটি তৈরি করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

হাই রেজ্যুলেশনের `রিফ্লেক্স` স্মার্টফোন` ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো কার্ভ করে নিতে পারবে।  চাইলে এটি আবার ফিরে যাবে তার পুরনো আকৃতিতে।
 
রিফ্লেক্স স্মার্টফোনে রয়েছে একটি ৭২০ পিক্সেল এইচডি ফ্লেক্সিবল ওলেড ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ৪.৪ অর্থাৎ কিটক্যাট সংস্করণের অপারেটিং সিস্টেম। ডিসপ্লের পিছনেই রয়েছে `ফোর্স সেন্সর`। কতটা চাপ পড়ছে স্মার্টফোনে তা ‘সেন্স’ করবে এই ফোর্স সেন্সরগুলো এবং সেই অনুপাতে ফোনের অ্যাপগুলোও নিজেদের ডিসপ্লে পরিবর্তন করবে।
 
জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।