আইসিটি এক্সপোতে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজন


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০২ মার্চ ২০১৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু  হওয়া ‘বাংলাদেশ আইসিটি এক্সপো, ২০১৬’ তে বিশ্বখ্যাত ‘আসুস’ ও ‘লেনোভো’ ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু, ব্রাদার, শার্প, পান্ডা, টোটোলিংক, ভিভিটেক  ও  ক্যাসিও ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে অংশগ্রহণ করছে গ্লোবাল ব্র্যান্ড ।

তাছাড়া মেলা উপলক্ষে আসুস, লেনোভো, রাপু, টোটোলিংক এবং পান্ডার পক্ষ্য থেকে রয়েছে আকর্ষণীয় অফার। আসুসের পক্ষ্য থেকে রয়েছে ‘আসুস স্ক্র্যাচ অ্যান্ড উইন’ শীর্ষক বিশেষ অফার। এই অফারের আওতায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ল্যাপটপ , স্মার্টফোন, রাউটার  এবং টি-শার্ট সহ অরো আকর্ষণীয় উপহার। আসুসের পক্ষ্য থেকে গেমারদের জন্য আয়োজন করা হয়েছে ‘সাইবার ওয়্যারফেয়ার’ শীর্ষক গ্যামিং প্রতিযোগিতা।

এদিকে, ‘স্বাধীনতা অফার ’শীর্ষক বিশেষ অফার এবং আকর্ষণীয় মূল্যছাড় নিয়ে মেলায় উপস্থিত হচ্ছে লেনোভো। এই অফারের আওতায় লেনোভো ল্যাপটপ ক্রয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি, এলিডি টিভি, স্মার্টফোন, টাচ্ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, মাউস ও টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার।

মেলা উপলক্ষে রাপুর পক্ষ্য থেকে রয়েছে “স্ক্র্যাচ ইউর লাক” শীর্ষক  বিশেষ অফার। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন স্পিকার, উইন্টার জ্যাকেট এবং টি-শার্ট সহ আরো আকর্ষণীয় সব উপহার।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।