বিতর্কের অবসানে বিটিআরসি’র সংবাদ সম্মেলন মঙ্গলবার


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৩ মার্চ ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে সৃষ্ট বিতর্কের অবসানে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের ডেকেছে বিটিআরসি। এ সময় বিটিআরসি’র চেয়ারম্যান শাহ্জাহান মাহমুদসহ সংশ্লিষ্ট সকল বিভাগের কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত থাকবেন।

আজ বৃহস্পতিবার বিটিআরসির সচিব মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ সম্মেলনের কথা জানানো হয়।

তিনি জানিয়েছেন, বিটিআরসির প্রধান কার্যালয়ের অষ্টম তলায় ৭১১ নং কক্ষে এ আয়োজন করা হয়েছে।

আরএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।