আসছে গুগল গ্লাসের নতুন সংস্করণ


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

গুগলের স্মার্ট চশমার নতুন সংস্করণ শিগগিরই বাজারে আসছে। এতে বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। আগের সংস্করণটির তুলনায় নতুনটি আরো সরু ও মসৃণ হবে। পাশাপাশি এর নকশা অনেকটা হেডসেটের মতো হওয়ায় ডিভাইসটির প্রতি গ্রাহক আকর্ষণ বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

পরিধেয় পণ্যের বাজারে সবার আগে সাড়া ফেলেছিল গুগলের এ স্মার্ট চশমা। দুই বছর আগে ধারণাটি সাধারণ মানুষকে জানানো হলে ব্যাপক সাড়া পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বাজারেও আসে গুগলের বহুল প্রত্যাশিত ডিভাইসটি। এর দাম পড়ছে দেড় হাজার ডলার। স্মার্ট চশমার নতুন সংস্করণটির দাম এর চেয়ে অনেক কম হবে।

কণ্ঠের নির্দেশে চালিত হয় গুগলের স্মার্ট চশমাটি। মোবাইল ডিভাইস যেমন হাতে ধরে ব্যবহার করতে হয়, গুগল চশমাটি ব্যবহারে হাতের প্রয়োজন হয় না। ধারণা করা হচ্ছে, গুগল গ্লাসের বেশকিছু সেবা নতুনভাবে বিন্যস্ত করা হতে পারে।

তবে সাম্প্রতিক বেশকিছু প্রতিবেদনে দেখা যাচ্ছে, গুগল গ্লাসের প্রতি আগ্রহ হারাচ্ছেন সাধারণ গ্রাহক। ধারণা দেয়ার পর বাজারে আনতে দেরি করার কারণে ডিভাইসটির ওপর থেকে সাধারণ গ্রাহকরা আগ্রহ হারাচ্ছেন বলে প্রতিবেদনগুলোয় জানানো হয়। এছাড়া এ স্মার্ট চশমার সঙ্গে ইন্টারনেট যুক্ত থাকার কারণে অনেকে আশঙ্কা করছেন ডিভাইসটির মাধ্যমে গ্রাহক তথ্য হাতিয়ে নিতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এছাড়া সাইবার হামলার বিষয়টি তো রয়েছেই।

তবে এ বিষয়ে গ্রাহকদের আস্বস্ত করে গুগল জানায়, ডিভাইসটির নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী। এ কারণে ডিভাইসটির মাধ্যমে কেউই গ্রাহক তথ্য হাতিয়ে নিতে পারবে না। সংশ্লিষ্টদের জানানো তথ্যমতে, আগামী বছরেই বাজারে আসছে গুগল গ্লাসের নতুন সংস্করণ। আর ডিভাইসটি আগের সংস্করণের তুলনায় সরু হওয়ার কারণে গ্রাহক আকৃষ্ট করতে সক্ষম হবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।