গ্রামীণফোনের সঙ্গে কম্পিউটার সোর্সের চুক্তি সই


প্রকাশিত: ১০:১৩ এএম, ১৪ মার্চ ২০১৬

দেশের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন কম্পিউটার সোর্সের সঙ্গে বিজনেস সলিউশন চুক্তি সই করেছে। সম্প্রতি জিপি হাউজে এই চুক্তি সই হয়।

কম্পিউটার সোর্স লি. এর পরিচালক ফিনান্স অ্যান্ড অ্যাডমিন মো. শামসুল হুদা এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিজিএম ও হেড অফ কি কর্পোরেট অ্যাকাউন্টস মাসুদ পারভেজ, ডিজিএম ও হেড অফ হাই ভ্যালু স্ট্র্যাটেজিক অকাউন্টস, কি অ্যাকাউন্ট ম্যানেজার জাকারিয়া মাহমুদ, কম্পিউটার সোর্স লি. এর বিজনেস ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন পারভেজ হায়দার এবং বিজনেস ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ওমর ফারুক ফাহিম প্রমুখ।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।