চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৮ জুলাই ২০২৩

প্রযুক্তির অন্যতম আবিষ্কার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে।এআইয়ের অন্যতম উদাহরণ চ্যাটজিপিটি। এছাড়া চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল নিয়ে এসেছে তাদের এআই চ্যাটবট বার্ড। যা বর্তমানে লাখ লাখ মানুষ ব্যবহার করছেন। তাই তো নিজেকে আরও আপডেট করতে ব্যস্ত চ্যাটজিপিটি। এতদিন চ্যাটজিপিটির কোনো মোবাইল অ্যাপ নেই। ওয়েব ভিত্তিক ইটারফেসেই চলতো চ্যাটজিপিটি।

কিছুদিন আগেই আইওএস-এর জন্য অ্যাপ নিয়ে আসে চ্যাটজিপিটি। এখন অ্যান্ড্রয়েড মাধ্যমেও লঞ্চ হতে চলেছে ওপেনএআই-এর অ্যাপ চ্যাটজিপিটি। এরই মধ্যে গুগল প্লে স্টোরের তালিকায় এই অ্যাপের নাম দেখা গিয়েছে। আপাতত অ্যাপটি ভারত, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে চালু করেছে। আগামী দিনে অন্যান্য দেশেও এটি চালু করবে কোম্পানিটি। জেনে নিন ডাউনলোড করার উপায়-

>> প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং চ্যাটজিপিটি অ্যাপ টাইপ করুন।
>> এখানে আপনি ওপেনএআই-এর লোগোসহ একটি অ্যাপ দেখতে পাবেন।
>> অ্যাপটি ইনস্টল করার পরে, আইডি পাসওয়ার্ডের সাহায্যে লগইন করুন।
>> যদি প্রথমবার অ্যাপটি ব্যবহার করেন, তবে গুগলের সাহায্যে রেজিস্টার করুন।
>> যারা আগে ব্যবহার করেছেন, তারা পুরোনো অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
>> এতে আপনি আগের কথোপকথনও দেখতে পাবেন। অর্থাৎ যে প্রশ্ন ও উত্তরগুলো আপনি ওয়েবে করতেন, তা অ্যাপটিতেও দেখতে পাবেন।

সূত্র: দ্য ভার্জ

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।