দেশে প্রথমবারের মতো মোবাইল গেমিং প্রতিযোগিতা
এক্সপো মেকার ও রাইজ আপ ল্যাবস-এর যৌথ আয়োজনে ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাবলেট মেলা’-তে অনুষ্ঠিত হচ্ছে ‘মোবাইল গেমিং প্রতিযোগিতা’। দেশে এ ধরণের আয়োজন এবারই প্রথম। প্রথম দিনেই মেলার অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজিত হচ্ছে এই ‘মোবাইল গেমিং প্রতিযোগিতা’।
রাইজ আপ ল্যাবস একটি মোবাইল গেম ডেভেলপার প্রতিষ্ঠান, যাদের মূল উদ্দেশ্য- উন্নতমানের ফ্রি গেম তৈরির মাধ্যমে ব্যবহারকারীদের মাঝে আনন্দের উৎস তৈরি করে দেওয়া। প্রতিষ্ঠানটি সম্প্রতি অ্যাপস স্টোরে উম্মুক্ত করা ‘হাইওয়ে চেইস’ গেমটির মাধ্যমে দেশীয় মোবাইল গেমারদের একত্রিত করে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
‘হাইওয়ে চেইস’ গেমটি অ্যাকশন ও শুটিংপ্রেমীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। যার কাজ, নির্ধারিত সময়ের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করে চোরের গাড়ি ধ্বংস করা। পাশাপাশি পথচারী ও সাধারণ গাড়িতে যেন আঘাত না লাগে, সেটিও খেয়াল করা। ছোট-বড় সবার জন্য উপযোগি করে ‘হাইওয়ে চেইস’ গেমটি তৈরি করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজার খেয়াল রেখে গেমটিতে উন্নতমানের সাউন্ড ইফেক্টস, আকর্ষণীয় গ্রাফিক্স এবং পয়েন্ট সুবিধা রয়েছে। পয়েন্ট অর্জনের মাধ্যমে গেমার গেমের বিভিন্ন ধাপ আনলক করতে পারবেন।
তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য, দেশীয় মোবাইল গেমারদের তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেওয়া। প্রতিযোগিতা চলাকালীন এই তিনদিন প্রতিযোগিরা সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যে কোন সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ প্রক্রিয়াটি ফ্রি এবং এতে কোন নির্দিষ্ট বয়স নির্ধারণ করা নেই। কাজেই, যে কোন বয়সের মানুষই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আর প্রথম ২ জন বিজয়ীর জন্য আছে আকর্ষণীয় পুরস্কার! প্রথম পুরস্কার একটি ট্যাবলেট এবং দ্বিতীয় পুরস্কার একটি স্মার্টফোন। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি স্কোর অর্জনকারীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।