অ্যান্ড্রয়েডে ভূমিকম্পের সতর্কবার্তা পেতে যা করবেন

যখন তখন ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। সম্প্রতি তুরস্ক, সিরিয়া, মরোক্কসহ বিভিন্ন দেশে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রান গেছে হাজারো মানুষের। এজন্য গুগল নিয়ে এসেছে নতুন এক ফিচার। যার নাম আর্থকোয়াক অ্যালার্ট। এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনেই ভূমিকম্পের আগাম বার্তা পাবেন।
জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’। ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকে ছোট্ট-ছোট্ট কিছু অ্যাক্সিলারোমিটার, যেগুলো মিনি সিজমোমিটার হিসেবে কাজ করতে পারে।
আরও পড়ুন: গুগল ক্রোমে ভাইরাস, হ্যাক হতে পারে কম্পিউটার
আপনি যখন একটি ফোন প্লাগ করে চার্জ দিচ্ছেন, ভূমিকম্পের একেবারে প্রাথমিক স্তরটা তখন বুঝতে পারে এই সিজমোমিটারগুলো। ঠিক এই ভাবে যখন একাধিক ফোন, একই সময়ে কম্পনগুলো শনাক্ত করতে পারে, ঠিক তখনই গুগল তার সার্ভার থেকে সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠাতে পারে। ভূমিকম্পের এপিসেন্টার এবং ম্যাগনিচিউড সম্পর্কেও তথ্য জানাতে পারে।
জেনে নিন কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি সেট করবেন। তবে যদি আপনার ফোনে ফিচারটি খুঁজে না পান তাহলে ফোনটি আপডেট করে নিন কিংবা কয়েকদিন অপেক্ষ করুন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি সেট করতে-
>> প্রথমেই আপনার ফোনের সেটিংস অ্যাপটি খুলুন।
>> সার্চ করুন ‘আর্থকোয়াক অ্যালার্টস’ অপশনটি এবং সেখানে ট্যাপ করুন।
>> ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট’-এর পাশেই যে টগলটি রয়েছে, তাতে ট্যাপ করুন।
>> প্রম্প্ট এলে সিস্টেমটিকে আপনার লোকেশনের অ্যাক্সেস নেওয়ার অনুমতি দিন।
কেএসকে/জিকেএস