সাধারণ জ্ঞান : বাংলাদেশের সংবাদ সংস্থা- ২য় পর্ব


প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৪ অক্টোবর ২০১৬

তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে বেড়ে গেছে সংবাদ সংস্থার গুরুত্ব। ঘটেছে তার শ্রেণি বিন্যাস। বেতার থেকে এফএম, টিভি থেকে মোবাইল টিভি, সংবাদপত্র থেকে অনলাইন। বেড়েছে পাঠক বা দর্শকের চাহিদাও। তাই ‘বাংলাদেশের সংবাদ সংস্থা’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের রিলে স্টেশন কতটি?
উত্তর : ১৬টি।

২. প্রশ্ন : ‘আলী বাবা অ্যান্ড ফরটি থিফস’ কতসালে নির্মিত হয়?
উত্তর : ১৯০৪ সালে।

৩. প্রশ্ন : উপমহাদেশের প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তর : আলী বাবা অ্যান্ড ফরটি থিফস।

৪. প্রশ্ন : কাজী নজরুলের কাছে সরাসরি গান শিখেছিলেন কে?
উত্তর : ফিরোজা বেগম।

৫. প্রশ্ন : বাংলাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় কাকে?
উত্তর : আবদুল জব্বার খানকে।

৬. প্রশ্ন : বাংলাদেশে নির্মিত প্রথম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবির নাম কী?
উত্তর : জাগো হুয়া সাভেরা।

৭. প্রশ্ন : ‘জাগো হুয়া সাভেরা’ কী অবলম্বনে নির্মিত?
উত্তর : পদ্মা নদীর মাঝি।

৮. প্রশ্ন : ‘জাগো হুয়া সাভেরা’র পরিচালক কে?
উত্তর : আখতার জং কারদার।

৯. প্রশ্ন : বিটিভির প্রথম গান কোনটি?
উত্তর : ঐ যে আকাশ নীল হলো আজ।

১০. প্রশ্ন : বিটিভির প্রথম গানটির রচয়িতা কে?
উত্তর : আবু হেনা মোস্তফা কামাল।

১১. প্রশ্ন : ফতেহ লোহানীর প্রথম নির্মিত ছবির নাম কী?
উত্তর : আকাশ আর মাটি।

১২. প্রশ্ন : ফতেহ লোহানী অভিনীত প্রথম ছবি কোনটি?
উত্তর : দুঃখে যাদের জীবন গড়া।

১৩. প্রশ্ন : ‘দুঃখে যাদের জীবন গড়া’ ছবিটি কবে প্রচার হয়?
উত্তর : ১৯৬০ সালে।

১৪. প্রশ্ন : উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?
উত্তর : হীরালাল সেন।

১৫. প্রশ্ন : প্রথম বাংলা সবাক ছবি কোনটি?
উত্তর : পথের প্যাঁচালী।

১৬. প্রশ্ন : ‘পথের প্যাঁচালী’ কবে প্রথম প্রদর্শিত হয়?
উত্তর : ১৯৫৫ সালে।

১৭. প্রশ্ন : সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর : কিশোরগঞ্জ।

১৮. প্রশ্ন : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতজ্ঞ কে?
উত্তর : ওস্তাদ আয়েত আলী খান।

১৯. প্রশ্ন :  বাদ্যযন্ত্র সারোদের বর্তমান রূপ দেন কে?
উত্তর : ওস্তাদ আয়েত আলী খান।

২০. প্রশ্ন : বাংলাদেশে সুরসম্রাট বলা হয় কাকে?
উত্তর : ওস্তাদ আলাউদ্দিন খানকে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।