মারমেইড বিচ রিসোর্টে যোগ হলো এজিএম বুফে লাঞ্চ-ডিনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০২ নভেম্বর ২০২১
ছবি : সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকত কক্সবাজারের পেঁচার দ্বীপে প্রকৃতির কোলে বেড়ে উঠেছে মারমেইড বিচ রিসোর্ট। একপাশে সমুদ্র আর অন্যপাশে পাহাড় নিয়ে পর্যটকদের স্বাগত জানায় এই রিসোর্টটি।

দৃষ্টিনন্দন এই রিসোর্টের কাছাকাছি রয়েছে হিমছড়ি ঝরনা ও বার্মিজ মার্কেট। একান্তভাবে অবসর কাটানোর পাশাপাশি মারমেইড বিচ রিসোর্টে এবার যোগ হয়েছে বার্ষিক সম্মেলন (এজিএম) ও বিভিন্ন উৎসব করার আয়োজন।

সাগরের পাশে বিস্তৃত বিশাল বিচ সাজানো হয়েছে উৎসব ও সম্মেলনের জন্য। একসঙ্গে প্রায় ২০০ মানুষের আয়োজন করা যাবে মারমেইডে বিচ রিসোর্টের নিজস্ব জায়গায়।

মারমেইডের এক্সক্লুসিভ এজিএম বুফে লাঞ্চ ও ডিনারে থাকছে নানা রকম সুস্বাদু খাবার। বাফেট লাঞ্চে থাকছে ১০ পদের আইটেম। এর জন্য মূল্য ধরা হয়েছে প্রতিজন এক হাজার টাকা।

jagonews24

ডিনারে থাকছে ১৫ পদের আইটেম। প্রতিজনের জন্য খরচ করতে হবে দেড় হাজার টাকা। এই মূল্যের সার্ভিস চার্জ ও সকল প্রকার ভ্যাট সংযুক্ত। সর্বনিম্ন ২০০ জনের অর্ডার করতে হবে।

এজিএম আয়োজনে মারমেইড বিচ রিসোর্টে পরীক্ষিত সেবা প্রদানকারী, ফ্রেশ খাবার, পেশাদার ক্যাটারিং সেবা, নিবেদিতপ্রাণ সমন্বয়কারী, খাবার পরিবেশনে পারিবারিক আবহ, সময় মতো সরবরাহ সেবা পাওয়া যাবে। সেবা গ্রহীতাকে অর্ডার করা সময় পুরো পেমেন্ট পরিশোধ করতে হবে। অনুষ্ঠান আয়োজনের অন্তত ৭২ ঘণ্টা আগে অর্ডার করতে হবে।

মারমেইড বিচ রিসোর্ট কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান করছে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বিশেষজ্ঞদের দ্বারা স্বাস্থ্য বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা, মাস্ক পরা নিশ্চিত করাসহ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, কাজের আগে এবং পরে জীবাণুমুক্ত করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে।

(বিজ্ঞপ্তি)

আইএইচআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।