এভারেস্ট-লোৎস্যের পর অন্নপূর্ণা-১ জয় করলেন বাবর আলী

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত জয় করেন চট্টগ্রামের হাটহাজারীর সন্তান পর্বতারোহী বাবর আলী। মাউন্ট এভারেস্ট ও লোৎসে জয়ের পর এবার আজ ৭ এপ্রিল সকালে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় পৌঁছান তিনি।

২৪ মার্চ অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানান সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা হয়ে তাতোপানির উদ্দেশ্যে রওনা হন তিনি। চারদিনের ট্রেক শেষে পৌঁছান অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় সেখান থেকেই। পর্বতের চূড়ায় পৌঁছানোর এই পুরো সময় বাবরের সঙ্গে আছেন গাইড ফুর্বা অংগেল শেরপা।

পৃথিবীতে সর্বমোট ১৬টি আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) কিংবা তার অধিক উচ্চতার পর্বত আছে। নেপালের গণ্ডকী প্রদেশে অবস্থিত ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ শৃঙ্গটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে স্বীকৃত।

পর্বত গাত্রের খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়া-এই তিন মিলে এই পর্বতে আরোহণ পর্বতারোহীদের কাছে সব সময়ই কঠিন বলে বিবেচিত হয়ে এসেছে। এই ভয়ানক পর্বতে এটিই বাংলাদেশ থেকে প্রথম অভিযান। বাবরের এই সফলতায় তার ঝুলিতে যুক্ত হলো তৃতীয় আট হাজার মিটারি পর্বত জয়ের স্বীকৃতি।

পেশায় চিকিৎসক বাবর আলীর পর্বতারোহণে পথচলা শুরু ২০১৪ সাল থেকে। ট্রেকিংয়ের জগতে তার হাতেখড়ি হয় ২০১০ সালে, পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্যদিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ট্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক তিনি। এই ক্লাবের হয়েই গত ১১ বছরে হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি।

ভারতের উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন ২০১৭ সালে। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৯৯ ফুট) আরোহণ করেন বাবর।

২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,৬৩১ ফুট) ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। একই অভিযানে দুটি আট হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর নেই।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।