রংপুরে চ্যানেল আই ফাউন্ডেশনের স্বর্ণ কিশোরী প্রতিযোগিতা
চ্যানেল আই ফাউন্ডেশনের আয়োজনে রংপুরের বদরগঞ্জে স্বর্ণ কিশোরী নামে স্কুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেয়েদের প্রজনন, বয়ঃসন্ধিকাল ও স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঘাটাবিল উচ্চ বিদ্যালয়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতায় রংপুর জেলার শ্রেষ্ঠ স্বর্ণ কিশোরী নির্বাচিত হন বদরগঞ্জ কাঁচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রেখা আখতার।
চ্যানেল আই স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উদ্যোক্তা ফারজানা ব্রাউনিয়া’র পরিচালনায় এবং বেসরকারি সংস্থা ওয়াটার এইডের সহযোগিতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবী, জেলা প্রশাসক ফরিদ আহম্মদ, সিভিল সার্জন ডা. মোজাম্মেল হক, এনজিও ওয়াটার এইডের প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন।
আরো উপস্থিত ছিলেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী ও চ্যানেল আইয়ের রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শ্রেষ্ঠ স্বর্ণ কিশোরী রেখা আকতারকে উত্তরীয় পরিয়ে দিয়ে তাকে একটি সনদ, ক্রেস্ট ও একটি ল্যাপটপ প্রদান করেন। এসময় সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
জিতু কবীর/এমএএস/আরআই