দেশজুড়ে

অবৈধভাবে বালু উত্তোলন : ভূমি ধসের আশঙ্কা

দূর্যোগ ঝুঁকিপূর্ণ খুলনার দাকোপ উপজেলার পাউবোর বেড়িবাঁধের ভেতরের নদী-খাল থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। আর এতে ভূমি ধসের আশঙ্কা করছেন এলাকাবাসী।এলাকাবাসী জানায়, উপজেলার বাজুয়া ইউনিয়নের চড়া নদী ও দাকোপ ইউনিয়নের দাকোপ খালে একাধিক স্যালো ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। চৈত্র এবং বৈশাখের প্রচণ্ড তাপদাহে নদী ও খালের পানি প্রায় শুকিয়ে গেছে। সেখানে ড্রেজার লাগিয়ে সুবিধামতো বালু উত্তোলন করে বাড়ি ও মাঠ ভরাটের কাজ হচ্ছে। ভূ-গর্ভস্থ্য বালু ও মাটি উত্তোলন করা দণ্ডনীয় অপরাধ হলেও প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েকজন অসাধু ব্যবসায়ী দেদারছে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী আরও জানায়, বর্তমানে উপজেলার যে সব রাস্তা মেরামত বা নতুন করে করা হচ্ছে সেসব পাকা রাস্তা নির্মাণ কাজে এখন আর বাইরের বালু আনা হচ্ছে না। রাস্তার পার্শ্বে খাল অথবা নদী থাকলে সেখানে স্যালো ড্রেজার লাগিয়ে বালু সংগ্রহ করা হচ্ছে এবং সেই নিম্নমানের বালু দিয়ে চলছে রাস্তা নির্মাণ। এ বিষয় কৈলাশগঞ্জ ইউনিয়নের ড্রেজার মালিক কাদের হাওলাদার এবং আজিজ হাওলাদার কৈলাশগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে বলেন, উনি আগে আগে শুরু করেছেন এ ব্যবসা। আমরা তার দেখাদেখি পরে শুরু করেছি। তারা আরও জানায়, এ বালু উত্তোলনের জন্য আমাদের কোনো অনুমতিপত্র নেই। প্রতিবেদনটি প্রস্তুতের সময় বার বার চেষ্টা করেও কৈলাশগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মিহির মন্ডলের মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি। দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে বলেন, এভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমি বালু উত্তোলন করার জন্য কাউকে অনুমতি দেয়নি। যারা এ কাজের সঙ্গে জড়িত রয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আলমগীর হান্নান/এসএস/এমএস