কৃষি উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান
বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম লস্করকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আলাদা আদেশে বিএডিসির সদস্য পরিচালক (যুগ্ম-সচিব) মো. রমজান আলীকে ওএসডি করা হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম-সচিব) রওনক মাহমুদকে বিএডিসির সদস্য পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বিএ/আরআই