কৃষি উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১২ এপ্রিল ২০১৫

বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম লস্করকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আলাদা আদেশে বিএডিসির সদস্য পরিচালক (যুগ্ম-সচিব) মো. রমজান আলীকে ওএসডি করা হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম-সচিব) রওনক মাহমুদকে বিএডিসির সদস্য পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।