দেশজুড়ে

স্বাধীনতা দিবসে বগুড়ায় সাইকেল র‌্যালি

স্বাধীনতা দিবসে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষন সচেতনতায় সাইকেল র‌্যালির আয়োজন করেছে বগুড়ার শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জী অ্যাণ্ড এনভায়রনমেন্ট রিসার্স (তীর)। ‘সাইকেল চালাই-পরিবেশ বাঁচাই’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে এই র‌্যালি বের করা হয়। কলেজ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বগুড়া শহর প্রদক্ষিণ করে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী মোড়ে  গিয়ে শেষ হয়।র‌্যালিটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস-উল আলম। দূষণমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপনের প্রত্যয়ে র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব ও তীরের প্রধান উপদেষ্টা নাজমুল হক, রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মেসবাউল হক, সরকারি আজিজুল হক কলেজ শিক্ষকদের মধ্যে মোখলেসুর রহমান, টিপু সুলতান, জহিরুল ইসলাম, এস এম ইকবাল, শাজাহান আলী প্রমুখ।সংগঠনটির সাধারণ সম্পাদক শিক্ষার্থী সোহানুর রহমান সবুজ জানান, পরিবেশবাদী সংগঠন হিসেবে মহান স্বাধীনতা দিবস উদযাপনে ব্যতিক্রমী কিছু করার সিদ্ধান্ত হয়। তারই আলোকে এই দিন কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। এসএইচএ/এমএস