খেলাধুলা

জয় দিয়ে মিশন শেষ করতে চায় হংকং-স্কটল্যান্ড

প্রথম দুই ম্যাচ হেরে টি২০ বিশ্বকাপের গ্রুপ "বি" থেকে ইতিমধ্যে ছিটকে পড়েছে হংকং ও স্কটল্যান্ড। ফলে মূল লাড়াই হবে গ্রুপের অন্যতম দুটি দল জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যে। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলেও জয় দিয়ে মিশন শেষ করতে চায় দু`দলই। আজ (শনিবার) রাতে গ্রুপ "বি" এর শেষ ম্যাচে মুখোমুখি হবে হংকং ও স্কটল্যান্ড।এর আগে জিম্বাবুয়ের কাছে ১১ রানে ও আফগানিস্তানের কাছে ১৪ রানে পরাজিত হয় স্কটল্যান্ড। অন্যদিকে, জিম্বাবুয়ের কাছে ১৪ রানে ও অফগানিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয় হংকং।হংকং একাদশ (সম্ভাব্য) : তানউইর আফজাল (অধিনায়ক), জেমি অ্যাটকিনসন (উইকেট রক্ষক), রায়ান চাম্পবেল, বাবর হায়াত, মার্ক চ্যাপম্যান, আনসুমান রাথ, কিঞ্চিত শাহ/ওয়াক্কাস বারকাত, আইজাজ খান/আদিল মাহমুদ, হাসিব আমজাদ/তানভীর আহমেদ, নাদিম আহমেদ।স্কটল্যান্ড একাদশ (সম্ভাব্য) : প্রেসটন মমসেন (অধিনায়ক), জর্জ মুনসে, কাইল কোয়েৎজার, ম্যাথু ক্রস (উইকেট রক্ষক), ম্যাট মাচান, রিচি বেরিংটন, মাইকেল লিস্ক/ক্যালাম ম্যাকলেওড, জস ডেভি/রব টেইলর, সাফায়ান শরীফ, অ্যালাসদেয়ার ইভান্স, মার্ক ওয়াট/কন ডি লেঞ্জ।আরএ/এএইচ/এমএস