আজকের কৌতুক: ফেসবুক প্রেম যেমন হয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ফেসবুক প্রেম যেমন হয়
প্রেমিকা: আমি তোমার প্রোফাইল পিকচারে হার্ট দিইনি, রাগ করেছো নাকি?
প্রেমিক: রাগ কেন করবো? আমি তো তোমার হার্টটাই চাই, ইমোজি না!
প্রেমিকা: ওহো! তাহলে রিয়েল হার্ট দিচ্ছি না, ফেসবুকেই ম্যানেজ করো!

****

বাজার লিস্ট
স্ত্রী: তুমি বাজারে গিয়ে ডিম, দুধ আর তেল আনো।
স্বামী গিয়ে ফিরে এলো—একটা ডিম, এক গ্লাস দুধ, এক ফোঁটা তেল।
স্ত্রী: এটা কী!
স্বামী: তুমি তো বলেছিলে ‘ডিম, দুধ আর তেল’ আমি লিস্ট মেনে এনেছি।

****

প্রেমিকের প্রতিশ্রুতি
প্রেমিকা: তুমি কি আমাকে চাঁদ-তারা এনে দেবে?
প্রেমিক: অবশ্যই, কিন্তু আগে এক কাপ চা খাই, তারপর শুরু করি।
প্রেমিকা: চা শেষ না হলে ভালোবাসা শুরু হয় না নাকি?
প্রেমিক: না, আমি তো এনার্জি ছাড়া মহাকাশে উঠতে পারব না!

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।