আজকের জোকস: বউ খুব কাঁদছিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫
জাগোনিউজ

বউ খুব কাঁদছিল

সকালে সবুজের মোবাইলে বউয়ের ফোন এসেছিল। বউ খুব কাঁদছিল। সবুজকে সরি বললো। কান্না কান্না গলায় সে আরও বললো-

বউ: তোমার সঙ্গে আর কখনো ঝগড়া করবো না। তোমার সব কথাই শুনবো। তুমি যা বলবে তা-ই করবো।

এ কথা শুনে সবুজের চোখেও পানি এসে গেল। কিন্তু সবুজ জানে না কার বউ ছিল। সে বললো-

সবুজ: সরি, রং নম্বর আপা! কিন্তু আপনি অনেক ভালো বউ।

 

****

পাত্র ড্রোনের পাইলট

পাত্রীর মা: তুমি কী কাজ করো বাবা?

পাত্র: আমি পাইলট।

পাত্রীর মা: কোন সংস্থার পাইলট তুমি?

পাত্র: বিয়ে বাড়িতে রিমোট দিয়ে ড্রোন ওড়াই।

পাত্রীর মা সঙ্গে সঙ্গে বেহুঁশ!

 

****

প্রেমিকার বাবার কাছে ইন্টারভিউ

প্রেমিকার বাবা: তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?

প্রেমিক: জ্বি, পারবো।

প্রেমিকার বাবা: এত শিওর হচ্ছ কী করে?

প্রেমিক: আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না! 

কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।