আজকের জোকস : মেয়ে মানুষের বাড়ি যাও?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০১ জানুয়ারি ২০১৮

মেয়ে মানুষের বাড়ি যাও?

এক ভিক্ষুকের সঙ্গে এক ভদ্রলোকের কথা হচ্ছে-

বিজ্ঞাপন

ভদ্রলোক: তুমি মদ খাও?

ভিক্ষুক: না হুজুর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভদ্রলোক: জুয়া খেলো?

ভিক্ষুক: না হুজুর।

ভদ্রলোক: মেয়ে মানুষের বাড়ি যাও?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিক্ষুক: না হুজুর।

ভদ্রলোক: তাহলে আমার বাড়ি চলো। আমার বউকে দেখাবো, যে লোক মদ খায় না, জুয়া খেলে না, মেয়ে মানুষের বাড়ি যায় না, তার কী অবস্থা হয়।

****

বিজ্ঞাপন

ক্যাটরিনার কাছেই যাইতাম

এক ছেলে এক মেয়েকে বলছে-

ছেলে: আই লাভ ইউ।

বিজ্ঞাপন

মেয়ে: ওই, আয়নায় নিজের চেহারা দেখছিস কখনো।

ছেলে: দেখছি বইলাই তো তোর মতো পেত্নীর কাছে আসছি। নইলে তো ক্যাটরিনার কাছেই যাইতাম।

****

বিজ্ঞাপন

পাটক্ষেতটা দেখাইয়া দেন
জামাই গেছে শ্বশুর বাড়ি। অনেকদিন পর আসছে তাই শাশুড়ি ভালো ভালো রান্না করেছে। পোলাও, মাংস, রুই মাছ, কোপ্তা, কালিয়া, দই, বেগুন ভাজি এবং পাটশাক!

খেতে বসলে শাশুড়ি প্রথমে জামাইয়ের প্লেটে একগাদা পাটশাক তুলে দিলো! জামাই তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল। এ দেখে শাশুড়ি বলে উঠলেন, ‘বাবা, তোমার বুঝি পাটশাকটা খুব ভালো লেগেছে, আরেকটু দেই?’ বলতে বলতে আরেকগাদা পাটশাক জামাইয়ের প্লেটে তুলে দিলেন।

জামাই একটু মনক্ষুণ্ন হলো! শুধু পাটশাক খেয়েই পেট ভরে গেল! জামাই ওইটুকু খেয়ে শেষ করতেই শাশুড়ি বললেন, ‘বাবা, আরো একটু দেব?’ জামাই তখন খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ‘আম্মা, আপনার আর কষ্ট করে প্লেটে শাক তুলে দেওয়া লাগবে না! পাটক্ষেতটা দেখাইয়া দেন, আমি গিয়া খাইয়া আসি!’

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।