আজকের জোকস : নদীতে একটিও কুমির নেই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৮ জানুয়ারি ২০২১

নদীতে একটিও কুমির নেই
এক পর্যটক ঘুরতে গেলেন নদীর তীরে। সেখানে গিয়ে স্থানীয় একজনকে বললেন-
পর্যটক: নদীতে নামতে পারি? কুমিরের ভয় নেই তো?
স্থানীয়: নিশ্চিন্তে নামুন। এখন আর একটি কুমিরও নেই।
পর্যটক: কুমিরগুলো কোথায় গেল?
স্থানীয়: গত দু’বছরে সব কয়টি কুমির হাঙরে খেয়ে ফেলেছে।

****

পরাজয় থেকে বাঁচিয়েছেন আম্পায়ার
কোনো এক দেশের ক্রীড়ামন্ত্রী আর ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে কথা হচ্ছে-
ক্রীড়ামন্ত্রী: ক্রিকেট ম্যাচ জেতায় আপনাদের অভিনন্দন!
বোর্ডপ্রধান: অভিনন্দন ডেভিডকে দিন। সে আমাদের পরাজয় থেকে বাঁচিয়েছে।
ক্রীড়ামন্ত্রী: সে আমাদের ব্যাটসম্যান, না-কি বোলার?
বোর্ডপ্রধান: সে একজন আম্পায়ার!

****

টিভিতে চান্স পাওয়া উচিত
বড় বোন ছোট বোনকে গান শোনাচ্ছে­
বড় বোন: আমার গান তোর কেমন লাগল?
ছোট বোন: তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত।
বড় বোন: আমি কি সত্যিই এতো ভালো গান করি?
ছোট বোন: না, মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।