আজকের জোকস : নায়ককে বাড়িওয়ালার হুমকি!
নায়ককে বাড়িওয়ালার হুমকি!
একজন উঠতি চিত্রনায়ক বলছেন তার বাড়িওয়ালাকে-
চিত্রনায়ক: আমার মৃত্যুর পর আপনার বাড়ি তো বিখ্যাত হয়ে যাবে।
বাড়িওয়ালা: কেন?
চিত্রনায়ক: লোকজন বাড়ির পাশ দিয়ে যাবে আর বলবে, এই বাড়িতে একজন বিখ্যাত চিত্রনায়ক বাস করতো!
বাড়িওয়ালা: আগামীকালের মধ্যে তুমি যদি আমার বাড়ির ভাড়া না দাও, লোকজন পরশুই একথা বলার সুযোগ পাবে!
****
নাক কবে আবিষ্কার হয়েছে?
ছেলে: বাবা, আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন, অক্সিজেন ছাড়া আমরা নিশ্বাস নিতে পারি না।
বাবা: ঠিকই বলেছেন তিনি।
ছেলে: কিন্তু অক্সিজেন তো আবিষ্কার হয়েছে ১৭৭০ সালে। তাহলে তার আগে কি কেউ নিশ্বাস নিতো না?
বাবা: না, কারণ মানুষের নাকও ওই বছরই তৈরি হয়েছিল।
****
র-ফলা নিয়ে যত কাণ্ড
এক মূর্খ একজন গুণী লোকের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন-
মূর্খ: পণাম স্যার পণাম!
গুণী: পণাম নয় প্রণাম, এটাতে একটা ‘র-ফলা’ দিও।
মূর্খ: ভম (ভুল) হয়েছে স্যার।
গুণী: ভম নয় ভ্রম, এটাতেও একটা ‘র-ফলা’ দিও।
মূর্খ: পত্যেক কথাতেই ‘র-ফলা’ লাগবে?
গুণী: পত্যেক নয় প্রত্যেক, এখানেও একটা ‘র-ফলা’ লাগবে।
মূর্খ: ব্রেশ! ব্রেশ!
গুণী: এটাতে ‘র-ফলা’ দিও না।
মূর্খ: না, দ্রিমু যখন সবট্রাতেই দ্রিমু।
এসইউ/এমকেএইচ