শরৎচন্দ্র পণ্ডিতের মজার ঘটনা: ইংরেজি পোয়েট্রি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ০৪ এপ্রিল ২০২২

মুর্শিদাবাদের ম্যাজিস্ট্রেট এডিকের সংবর্ধনা সভায় নিমন্ত্রিত হয়ে এসেছেন দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত। তার পরনে চির পরিচিত ধুতি-চাদর। দাদাঠাকুরকে দেখে একজন সাহেবীপনা ধনী ব্যক্তি বলে উঠলেন, এই ডার্টি লোকটা কে?

দাদাঠাকুরের কানে গোল কথাটা। মুখে কিছু বললেন না। মনে মনে ভাবলেন, একে ঢিট করতেই হবে। এবার বক্তৃতা দেওয়ার পালা। প্রথমেই ডাক পড়ল দাদাঠাকুরের। এই সুযোগে অপেক্ষায় ছিলেন তিনি। উঠেই তিনি জানতে চাইলেন, বন্ধুগণ, বাংলায় বলব না। ইংরেজিতে?

বিজ্ঞাপন

সকলে বললেন, ইংরেজি, ইংরেজি। দাদাঠাকুর বললেন, কী বলব প্রোজ না পোয়েট্রি? সকলে বললেন, পোয়েট্রি। দাদাঠাকুর শুরু করলেন ইংরেজি পোয়েট্রি:

টু অ্যাপিয়ার বিফোর এ পার্টি
ইনস্টেড অফ প্ৰপার্টি
ইন এ ড্রেস সে ডার্টি
আই হ্যাভ গট পভার্টি
দোজ হু হ্যাভ প্ৰপার্টি
ইফ ইউ ট্রাই এক্সপার্টি
মে থিঙ্ক ইট সামথিং অড
ইউ মে চার্জ মাই গড

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দাদাঠাকুরের মুখে ইংরেজি পোয়েট্রি শুনে সেই সাহেবীপনা ধনী ব্যক্তির থোঁতা মুখ ভোঁতা! একেবারে চক্ষু চড়কগাছ! এরপর ব্যক্তিটি আর সভায় বসে থাকতে পারলেন না। তাকে উঠে যেতে দেখে মুচকি হাসলেন দাদাঠাকুর।

লেখা: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।