আজকের জোকস: ডাক্তারের প্রেসক্রিপশন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৮ মার্চ ২০২২

ডাক্তারের প্রেসক্রিপশন
রোগী: ডাক্তার বাবু, প্রেসক্রিপশনে একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাওয়া যাচ্ছে না।
ডাক্তার: আরে, ওটা ওষুধ নয়। পেনে কালি আসছিল না বলে চালিয়ে দেখছিলাম।
রোগী: আর কোথাও চেক করতে পারলেন না, প্রেসক্রিপশনেই চেক করতে হল ? এরজন্য আমাকে ৫০টা ওষুধের দোকানে ঘুরে বেড়াতে হল !
একজন তো বললো, কালকে আনিয়ে দেবে।
আর একজন বললো, এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির দেব ?
আর একজন বললো, এই ওষুধের এখন খুব ডিমান্ড। ব্ল্যাকেই পাওয়া যাবে।
আর একজন তো আর এক কাঠি। বলেছে এটা তো ক্যানসারের ওষুধ, কার হয়েছে?

****

একদিন বাসে কোথাও যাচ্ছিলো বল্টু। একটু পর তার পাশের সিটে বসলেন এক অপরূপা তরুণী। বল্টু তাকে বললো—
বল্টু: জানতে ইচ্ছে করছে, আপনি কোন স্টপে নামবেন?

কথার উত্তর দিলেন না তরুণী। তাই আবার বললো—
বল্টু: আপনার নামটা জানতে পারি? নাকি এটা সিক্রেট?

তরুণী এবারও নীরব। বল্টু আবার বললো—
বল্টু: আমার কাছে দুটি সিনেমার টিকিট আছে।

এবার তরুণী মুখ খুললো। আর বললো—
তরুণী: কোন সিনেমার?
বল্টু নেমে গেলো পরের স্টপেই। তার অহংকারী মেয়ে পছন্দ। এই মেয়ে যাকে সামনে পায়, তার সঙ্গেই কথা বলে।

****

গাধার ট্র্যাকস্যুট
লাল্টুকে একটি গাধা হঠাৎ করে একটা লাথি দিয়ে ছুটে পালাল। লাল্টুও সঙ্গে সঙ্গে গাধাটাকে ধরতে পেছন পেছন ছুটল! একটু দূরে গিয়েই একটা জেব্রাকে দেখতে পেয়ে সেটাকে ধরে ফেলল।

এবার ওই জেব্রাকে বেদম মার দিতে দিতে বলল, ‘শালা! ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি? আমাকে কি তোর মতো গাধা পাইছোস।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।