আফগানদের বিশ্বকাপের দল ঘোষণা


প্রকাশিত: ০৬:০০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ দুই পেসার সাপুর জারদান ও হামিদ হাসান। যথারীতি আফগানদের নেতৃত্বে থাকছেন আসগার স্টানিকজাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান রয়েছে বি গ্রুপে। তাদের সঙ্গী হিসেবে আরো রয়েছে হংকং, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের। আগামী ৮ মার্চ নাগপুরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আসগার স্টানিকজাইদের। এরপর ১০ মার্চ হংকং ও ১২ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।

আফগানিস্তান দল
আসগার স্টানিকজাই (অধিনায়ক), নুর আলী জাদরান, মোহাম্মদ শাহজাদ, ওসমান গনি, মোহাম্মদ নবী, করিম সাদিক, শফিকুল্লাহ, রশিদ খান, আমির হামজা, দৌলত জাদরান, শাপুর জদরান, গুলবাদিন নায়েব, সামিউল্লাহ শেনওয়ারি, নজিবুল্লাহ জাদরান ও হামিদ হাসান।

স্ট্যান্ডবাই-
মিরওয়াইজ আশরাফ, রোখহান বারাকজাই, নাজিব তারাকি ও ইয়ামিন আহমাদজাই।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।