কাউন্সিলের পর মাঠে নামবে বিএনপি
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা প্রস্তুত হন। কাউন্সিলের পর বিএনপি জনগণের অধিকার আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক প্রতিবাদ সভার আয়োজন করে দেশনেত্রী পরিষদ।
আওয়ামী লীগের মন্ত্রীরা সরকারি কোষাগার থেকে বেতন নেয়, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করার জন্য- এমন মন্তব্য করে হাফিজ উদ্দিন বলেন, পুলিশ কেন দেশের রাজা হলো? এর কারণ তারাই এ অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রেখেছে। এজন্য পুলিশ বাহিনীর এতো কদর।
‘সিরিয়া, মিসর, আফগানিস্তান ও ইরাকের মতো পরিস্থিতির দিকে বাংলাদেশকেও ঠেলে দিচ্ছে বর্তমান অনির্বাচিত সরকার।’ মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রসঙ্গ টেনে হাফিজ বলেন, খালেদা জিয়াকে হেয় করার জন্য যারা মামলা দিয়েছেন তারা মুক্তিযুদ্ধের আশেপাশেও ছিলেন না। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা পরিহাস ছাড়া কিছুই না।
সংগঠনের সভাপতি চান মিয়া চানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারি, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, সাবেক ছাত্রনেতা নূরুজ্জামান প্রমুখ।
এএস/একে/এমএস