ট্রেন চলাচল বন্ধের হুমকি স্টেশন মাস্টারদের


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

স্টেশন মাস্টার পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত না করলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন রেলওয়ে স্টেশন মাস্টাররা। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হুমকি দেয়া হয়েছে।

স্টেশন মাস্টারসহ বিভিন্ন পদে নিয়োগ প্রদান, সহকারী স্টেশন মাস্টার নিয়োগের বেতন-বৈষম্যমূলক বিজ্ঞপ্তি বাতিল, স্টেশন মাস্টারদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও রেলের উন্নয়নের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান বলেন, সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ প্রক্রিয়া আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে স্থগিত করতে হবে। এছাড়া সমবেতন কাঠামোতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি না করলে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেব।

পাশাপাশি আইনি প্রক্রিয়ায় নিয়োগ বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক এসএন ভট্টাচার্য, কার্যকরী সভাপতি মো. হোসেন মজুমদার, চট্টগ্রাম বিভাগের সভাপতি শওকত আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন, ঢাকা বিভাগের আহ্বায়ক মরণ চন্দ্র দাশ, সদস্য সচিব বেলায়েত হোসেন, লালমনিরহাট বিভাগের যুগ্ম-সম্পাদক মো. জাহেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জীবন মুছা/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।