রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি ভিসি
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. আল নবিক চৌধুরী।
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বোরবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে তাদের দেখা হয়েছে বলেও জানান তিনি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্যকে অবহিত করেন উপাচার্য।
এসএ/এনএফ/এবিএস