রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি ভিসি


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য ড. আল নবিক চৌধুরী।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বোরবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে তাদের দেখা হয়েছে বলেও জানান তিনি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্যকে অবহিত করেন উপাচার্য।

এসএ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।