সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা দয়ারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের এবং অপরজন চালক রয়েছে। এদের মধ্যে তিন মহিলা, এক শিশু ও তিন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে নেত্রকোনা থেকে বালুবোঝাই একটি ট্রাক ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা দয়ারামপুর এলাকায় ট্রাকটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হয়।

তারাকান্দা থানা পুলিশের এসআই নজরুল ও সারোযার ঘটনাস্থল থেকে জানান, ঘটনাস্থলে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার তারও মৃত্যু হয়েছে।

আতাউল করিম খোকন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।