বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয়ে ‘সখীপুর বার্তা’র’ আত্মপ্রকাশ


প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

‘বস্তুনিষ্ঠ সংবাদের প্রামাণ্য দলিল’ স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুর থেকে ‘সখীপুর বার্তা’ নামের একটি সাপ্তাহিকের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

চর্যা গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম, পৌর মেয়র আবু হানিফ আজাদ, টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদ, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বিএনপি সভাপতি খোরশেদ আলম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, ইউসিসিএ’র চেয়ারম্যান সুলতান শরীফ পান্না, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বাদল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, অধ্যাপক দেলোয়ার শিকদার, প্রয়াত সাংবাদিক মোসলেম আবু শফী’র সহধর্মিনী হামিদা শফী হাসি, প্রভাষক শাহীন মোস্তফা, পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শাকিল আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

পত্রিকাটিতে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার, যুগান্তর প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলু উপ-সম্পাদক হিসেবে এবং আলীম মাহমুদ জুনিয়র নির্বাহী সম্পাদক, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাইফুল ইসলাম সানি বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের শেষে নৃত্যদল ‘রোহান অঙ্গশৈলী’র কোরিওগ্রাফ পরিবেশিত হয়।  

উল্লেখ্য, সখীপুর বার্তা প্রতি রোববার প্রকাশিত হবে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।