বইমেলায় জগলুল হায়দারের আলোর আকাশ ভালোর আকাশ
এবারের বইমেলায় প্রকাশ হয়েছে জনপ্রিয় ছড়াকার জগলুল হায়দারের একটি ছড়াকাব্যের বই। জগলুল হায়দারের ছড়া মানেই নতুন কিছু, পাঠকের জন্য আলাদা ভালোলাগা। বইপ্রেমীরা তাই নতুনত্বের খোঁজ পাবেন এবারও।
বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে প্রকাশিত `আলোর আকাশ ভালোর আকাশ` আজ থেকে পাওয়া যাচ্ছে ৩৯০ নম্বর স্টলে। সোহাগ পারভেজ এর চাররঙা প্রচ্ছদ ও আঁকায় ৩ ফর্মার এই বইটির দাম ১২০ টাকা। এছাড়াও জগলুল হায়দারের আরো দুটি বই প্রকাশ হতে যাচ্ছে এবারের বইমেলায়। দুটি বই-ই শিশুতোষ গল্পের।
এইচএন/এবিএস