সংসদে জাতীয় পার্টির ভূমিকা প্রশংসনীয় : কুয়েতের রাষ্ট্রদূত


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ.এইচ.হায়াৎ বলেছেন, মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশে যেভাবে নারীর ক্ষমতায়ন হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির পরিচায়ক।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সোমবার তার গুলশানস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে একথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতার সংসদের কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  

তিনি আরো বলেন, বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি পার্লামেন্টে যে ভূমিকা রেখে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-কুয়েতের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কুয়েত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দু’দেশ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।

রাষ্ট্রদূত বলেন, ৩০ বছর পূর্বে একজন নবীন কর্মকর্তা হিসেবে কর্মকালীন যে বাংলাদেশকে তিনি দেখেছেন আজকের বাংলাদেশ তার চেয়ে অচিন্তনীয় উন্নত ও সমৃদ্ধ বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, উপসাগরীয় যুদ্ধের সময় বাংলাদেশ যেভাবে কুয়েতের পাশে দাঁড়িয়েছিল তা সহজে ভুলবার নয়।

বিরোধীদলীয় নেতা কুয়েতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান। বর্তমানে গৃহীত নীতি, কৌশল ও প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে সার্বিক সহযোগিতা ও প্রণোদনায় দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তেল-সমৃদ্ধ ধনী দেশ হিসেবে কুয়েত বাংলাদেশে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ গ্রহণ করতে পারে। কয়েক বছর ধরে কুয়েতে বাংলাদেশের জনশক্তি রফতানি অপ্রতুল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দক্ষ জনশক্তি কাজে লাগানোর আহ্বান জানালে রাষ্ট্রদূত তার সরকারকে এবিষয়ে অবগত করবেন  বলে জানান। এ বিষয়ে তিনি দ্রুত কার্যকর সমাধানেরও আশ্বাস দেন।

সাক্ষাতকালে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, ফখরুল ইমাম এমপি, সেলিম উদ্দীন এমপি, রওশন আরা মান্নান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।