বাণী-বচন : ১৬ ফেব্রুয়ারি ২০১৬
অলস
কর্মঠ লোক রাজা হবে কিন্তু অলস চিরদিনই প্রজা থাকবে।–হযরত সোলায়মান (আ.)
অলসতার প্রতি আত্মসমর্পণ করা অর্থ নিজের অধিকার হতে স্বেচ্ছায় বঞ্চিত হওয়া।–হযরত আলী (রা.)
অলসতা হল ভিক্ষাবৃত্তির চাবি ও অনিষ্টের মূলস্বরূপ।–স্পুরজিওন
এজন অলস মানুষ স্বভাবতই একজন খারাপ মানুষ।– এস.টি. কোলরিজ
যে ছোট কাজে আটকে আছে এবং বৃহত্তর মহত্তর কাজে যাকে ব্যবহার করা যেত তিনি অলস।–সক্রেটিস
বচন
ষোল চাষে মুলা, তার অর্ধেক তুলা;
তার অর্ধেক ধান, বিনা চাষে পান।
অর্থ : ১৬ দিন চাষ করার পর সেই জমিতে মূলা চাষ করলে ভাল জাতের ফলন পাওয়া যায় । তুলা লাগানোর জমিতে ৮ দিন চাষ করতে হবে , ধানের জমিতে ৪ দিন চাষ করে ধান লাগালে ভাল ফলন পাওয়া যায়। পানের জমিতে চাষের প্রয়োজন হয় না-এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/এমএস