বৈশাখীতে নুসরাত ফারিয়া
চলতি মাসের ১৯ তারিখেই মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়ার নতুন ছবি ‘হিরো ৪২০’। ওমের বিপরীতে এই ছবিটি নিয়ে বেশ আশাবাদী নায়িকা।
সদ্য শেষ হওয়া এই ছবির শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে এবার বৈশাখী টেলিভিশনে আসছেন ফারিয়া। চ্যানেলটির নিয়মিত আয়োজন সেলিব্রেটি শো ‘শুধুই আড্ডা’। এখানে লাক্স তারকা বাঁধনের সঙ্গে আলাপে মেতে উঠবেন তিনি।
জানাবেন নতুন ছবির কাজের অভিজ্ঞতা, ছবির গল্প-গান ও নির্মাণের নানা কথা। সেইসঙ্গে বলবেন নিজের চলচ্চিত্র ভাবনা ও ভবিষ্যত পরিকল্পনার কথাও।
পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি আজ মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি রাত ৮ টায় প্রচারিত হবে।
এলএ