চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক


প্রকাশিত: ১২:২১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি অত্যাধুনিক লেন্সযুক্ত টিপছুরি, তালা ভাঙার হেক্স ব্লেড, দুইটি লোহার রড ও একটি মলমের কৌটা উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ূয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরা আন্তঃজেলা ডাকাতের সদস্য।
 
গ্রেফতাররা হলেন, মো. মামুন হোসেন ওরফে মিঠু (২৬), মো. শেখ ফরিদ (২৫), মো. শরীফ (২৪), মো. সাজ্জাদ হোসেন রনি (২২) ও মো. সালাউদ্দিন (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত দলের পাঁচ সদস্য টাকা ও মূল্যবান জিনিস ছিনতাই এবং ডাকাতি করার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জীবন মুছা/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।