বইমেলায় দীপকের সিক্যুয়াল কাব্যগ্রন্থ
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে সিক্যুয়াল কাব্যগ্রন্থ প্রকাশ করলেন নাট্যকার, গীতিকবি ও সাংবাদিক দীপংকর দীপক। এর শিরোনাম `নিষিদ্ধ যৌবন- ২য় খণ্ড`। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। এর আগে `নিষিদ্ধ যৌবন` -এর প্রথম খণ্ড অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া এবারের বইমেলায় দীপকের তিনটি গল্পগ্রন্থও পাওয়া যাচ্ছে।
বই প্রকাশ প্রসঙ্গে দীপংকর দীপক বলেন, `মনের পিপাসা নিবারণে লেখালেখি করছি। পাশপাশি পাঠকদের কাছ থেকেও এ নিয়ে বেশ সাড়া পাচ্ছি। তাই আগামীতেও আমি সাহিত্যচর্চাটা অব্যাহত রাখতে চাই।` তিনি আরো জানান, কবিতা ও গল্পের পাশাপাশি আগামী বইমেলায় তার নাট্যগ্রন্থ ও উপন্যাস প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
এইচএন/আরআইপি