কবি নজরুল কলেজে ছাত্রলীগের আনন্দ উল্লাস


প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি কবি নজরুল কলেজে আনন্দ উল্লাস করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আনন্দ উল্লাস করেন তারা।


কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ছাত্রলীগের রাজনীতিতে এবারই প্রথম সহ-সভাপতি পদের মতো বড় পদ পেল এ কলেজ। এবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন কলেজ ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহেল। এসময় তারা মিষ্টি বিতরণ করেন।


সাত মাস পর সোমবার রাতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।


এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন উপ-প্রচার সম্পাদক পদে মাহামুদুল হাসান ইরান, মো. ছফিউল্লাহ সফি, এএইচএম তৌফিক সরাফী সেতু, উপধর্মবিষয়ক সম্পাদক পদে মনিরুজ্জামান দীপু, উপআপ্যায়নবিষয়ক সম্পাদক শেখ জসিম উদ্দিন, উপসাংস্কৃতিক শাহীন আলম, সহসম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও রুহুল আমিন।


সুব্রত মণ্ডল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।