ঝুঁকি নিতে পারাটাই বড় প্রশিক্ষণ : ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকতা পেশায় অনেক নিয়ম-নীতি ও আইন আছে। তবে সাংবাদিকতা পেশায় সত্য প্রকাশ করার চেয়ে বড় আইন আর নেই। এই জন্য সত্য প্রকাশ করতে হবে। এটা প্রকাশ করার সাহসটা থাকতে হবে। কারণ ঝুঁকি নিতে পারাটাই হলো সবচেয়ে বড় প্রশিক্ষণ।
বুধবার সন্ধ্যা ৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘সাহস, মনন ও প্রজ্ঞান প্রতীক’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, শামসুজ্জোহা ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পাকিস্তানিদের কবল থেকে রক্ষা করতে চেয়েছিলেন। তিনি ওই আন্দোলনে শহীদ হন। তিনি জানতেন, পাকিস্তানিদের বিরুদ্ধে গেলে তার পরিণাম কী হবে, তারপরেও তিনি এতো সাহস কোথায় পেয়েছিলেন? এর কারণ, তিনি সত্য কথা বলতেন। সত্যই তাকে সাহস যুগিয়েছিল।
তিনি তার ছোটবেলার স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় বই-পত্রে সত্য কথা বলার জন্য তাগিদ দেয়া হয়। সদা সত্য কথা বলবো। তবে বাস্তবজীবনে তার প্রয়োগ খুবই কম হয়। সামান্য লাভের কারণে আমরা মিথ্যা বলি।
আরেফিন সিদ্দিক সাংবাদিকতা পেশা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই বিষয়ে আগ্রহ আছে বলেই তোমরা বিষয়ে পড়াশোনা করছো। ভয় তোমাদের পিছিয়ে রাখতে পারবে না। তোমরা ভয়কে জয় করবে। সত্য প্রকাশ করার মতো সাহস অর্জন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিতর্কিত সত্য প্রকাশ নিয়ে বলেন, এই তথ্য-প্রযুক্তির যুগে বিভিন্ন মাধ্যমে একই ঘটনা নানাভাবে প্রকাশ করা হচ্ছে। কিন্তু এই সত্য কতোটা বিশ্বাসযোগ্য? এই সময় তিনি মুক্তিযুদ্ধে নিহতদের পরিসংখ্যান নিয়ে কথা বলেন।
এর আগে ড. আরেফিন সিদ্দিকের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. দুলাল চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমান ও তানভীর আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। এ সময় বিভাগের প্রায় সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রাশেদ রিন্টু/বিএ