বড় জয়ে কোয়ার্টারে এক পা সিটির
বড় জয় দিয়ে প্রথমবারের মত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে খেলার পথে অনেকটাই নিজেদের এগিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইউক্রেনের দল দিনামো কিয়েভকে ৩-১ গোলে হারিয়েছে পেল্লেগ্রিনির শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলতে থাকে আগুয়েরো-সিলভারা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন আগুয়েরো। কর্নার থেকে উড়ে আসা বল ইয়াইয়া তুরে হেড করে বাড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তা বুক দিয়ে নামিয়ে মাপা শটে লক্ষ্যভেদ করেন তিনি।
ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দিগুণ করেন স্পেনের মিডফিল্ডার সিলভা। আগুয়েরোর ব্যাক হিল থেকে বল পেয়ে যান রাহিম স্টার্লিং, ইংলিশ এই মিডফিল্ডারের ক্রসে পা ছুঁইয়ে গোল করেন সিলভা। ফলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।
বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে দিনামো কিয়েভ। ম্যাচের ৫৮ মিনিটে গোল করে স্বাগতিকদের খেলায় ফেরানোর চেষ্টা করেন ভিটালি। তবে ম্যাচের ৯০ মিনিটে ইয়া ইয়া তোরে গোল করলে স্বাগতিকদের খেলায় ফেরার আশা শেষ হয়ে যায়। ফলে ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা। আগামী ১৫ মার্চ সিটির মাঠে হবে ফিরতি লেগের ম্যাচ।
এমআর/পিআর