ভারতের ৩০ ভাগ আইনজীবীর সার্টিফিকেট ভুয়া


প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের অন্তত ৩০ ভাগ আইনজীবী ভুয়া সার্টিফিকেটধারী বলে জানিয়েছেন বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্র। দেশটির প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

মানন কুমার মিশ্র বলেন, সারা দেশের আইনজীবীদের যে সাব্যস্তকরণ প্রক্রিয়া চলছে, তার ফলাফল সামনে এলে অনেকেই অবাক হয়ে যাবেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশের প্রায় ৩০ শতাংশ আইনজীবীর ল ডিগ্রি ভুয়া।

বার কাউন্সিল অব ইন্ডিয়ার এই চেয়ারম্যান জানান, বিসিআই সার্টিফিকেট অ্যান্ড প্লেস অব প্রাক্টিস (ভেরিফিকেশন) আইন-২০১৫ অনুযায়ী দেশের প্রত্যেক আইনজীবীকে বাধ্যতামূলক নতুন করে নিজেদের নাম নিবন্ধন করতে হবে। দশম শ্রেণির রেজাল্ট থেকে শুরু করে তাদের শিক্ষা জীবনের প্রত্যেকটি প্রশংসাপত্র জমা দিতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের সঙ্গে সব সার্টিফিকেট যাচাই করে দেখা হবে। সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়াটি চলতি বছরের মধ্যেই শেষ হবে। যারা গত পাঁচ বছরে কোনও মামলায় লড়েননি, তারা ভবিষ্যতে আইনজীবী থাকলেও তাদের প্রাক্টিস করতে দেওয়া হবে না।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।